Cyber Assassins BD

লিনাক্স কি? কিভাবে এলো লিনাক্স। লিনাক্স কোথায় এবং কেন ব্যবহার করা হয়? পর্ব-১;

আসসালামুয়ালাইকুম  ভাই।  ইন্টারনেটে এতো আর্টিকেল থাকতে আপনি এই আর্টিকেল পড়ছেন এর মানে আপনার লিনাক্স সম্পর্কে আগ্রহ আছে তাহলে চলুন শুরু করা যাক-;
| নাম = লিনাক্স
| টাইটেল = লিনাক্স
| লোগো = টাক্স পেঙ্গুইন
| ডেভেলপার = লিনুস তোরভাল্দ্স
| প্রোগ্রামের ভাষা = প্রধানত সি (প্রোগ্রামিং ভাষা)|সি এবং এসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
| সদস্য = ইউনিক্স-সদৃশ
| কাজের ধারা = চলমান
| সোর্স =প্রধানত মুক্ত সোর্স|ওপেন-সোর্স, তবে মালিকানাধীন সফটওয়্যার ও রয়েছে
| প্রথম সংসকরণ = সেপ্টেম্বর ১৭, ১৯৯১
|বাজারের উদ্দেশ্য = ব্যক্তিগত কম্পিউটার|পিসি, মোবাইল ডিভাইস, মেইনফ্রেম কম্পিউটার, সুপারকম্পিউটার
| কার্নেল = মনোলিথিক কার্নেল|মনোলিথিক ( লিনাক্স |লিনাক্স)
|লাইসেন্স = গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স
|ওয়েবসাইট= kernel.org
| সাল = ১৯৯১
'''লিনাক্স''' বলতে লিনাক্স কার্নেলকে বোঝায়|লিনাক্স কার্নেলের সাথে বিশেষকরে গ্নু ও অন্যান্য কার্নেলের সংমিশ্রণে প্যাকেজ করা অপারেটিং সিস্টেমকে লিনাক্স অপারেটিং সিস্টেস বলে । সাধারণত, ডেস্কটপ ও সার্ভার দুধরনের ব্যবহারের জন্যেই লিনাক্স, ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রো নামের একটি ফর্মে প্যাকেজড থাকা একটি লিনাক্স ডিস্ট্রিবিউশনের ডিফাইনিং কম্পোনেন্ট হচ্ছে লিনাক্স কার্নেল যেটি একটি অপারেটিং সিস্টেম কার্নেল এবং লিনুস তোরভাল্দ্স প্রথম সেপ্টেম্বর ১৭, ১৯৯১ তারিখে এটিকে প্রকাশ করেন ।
অনেক লিনাক্স ডিস্ট্রিবিউশন লিনাক্স শব্দটি তাদের অপারেটিং সিস্টেমের নামের সাথে ব্যবহার করে এবং ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন গ্নু/লিনাক্স শব্দটি এ অপারেটিং সিস্টেম পরিবারকে বুঝাতেই ব্যবহার করে ।
লিনাক্স মূলত ইন্টেল এক্স৮৬ আর্কিটেকচারের উপর ভিত্তি করে ব্যক্তিগত কম্পিউটার পিসির জন্য ডেভেলপ করা হলেও, বর্তমানে এটি অন্য যেকোন অপারেটিং সিস্টেমের চেয়ে বেশি প্ল্যাটফর্মে পোর্ট করা হয়েছে ।
স্মার্টফোন জগতে লিনাক্স কার্নেল-ভিত্তিক অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েডের আধিপত্যের কারণে, অন্যসব অপারেটিং সিস্টেমের চেয়ে লিনাক্সের সবচেয়ে বড় ইন্সটল-বেস তৈরি হয়ে গেছে ।
তবে জেনে অবাক হবেন লিনাক্স সার্ভার অন্যান্য বড় আইরন সিস্টেম, যেমন মেইনফ্রেম কম্পিউটার, এবং টপ ৫০০ সুপারকম্পিউটারে ব্যবহৃত একমাত্র অপারেটিং সিস্টেম (লিনাক্স ২০১৭ সালের নভেম্বর থেকে, অন্য সব প্রতিযোগীদের ধীরে ধীরে সরিয়ে দিচ্ছে) ।
 লিনাক্স কার্নেল-ভিত্তিক ক্রোম ওএস|ক্রোম অপারেটিং সিস্টেম চালিত ক্রোমবুক মার্কিন যুক্তরাষ্ট্রের কে-১৩ শিক্ষার বাজারে গুরুত্বারোপ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ৩০০ ডলারের নিচের নোটবুক বিক্রির ২০% ক্রোমবুকই প্রতিনিধিত্ব করে
লিনাক্স এম্বেডেড সিস্টেম-ডিভাইসগুলোতেও ব্যবহার করা হয়, যার মধ্যে টিভি এবং অনুরূপ ডিভিআর ডিভাইস, রাউটার, সুবিধা অটোমেশন কনট্রোল, টিভি, ভিডিও গেম কনসোল এবং স্মার্টওয়াচ অন্তর্ভুক্ত ।
অনেক স্মার্টফোন এবং ট্যাবলেট কম্পিউটার অ্যান্ড্রয়েড এবং অন্যান্য লিনাক্স ডিস্ট্রোতে চলে
লিনাক্সকে মুক্ত সোর্স|ওপেন সোর্স ও বিনামূল্য সফটওয়্যার ধারার একটি আদর্শ উদাহরণ হিসেবে বিবেচনা করা হয় অন্যান্য স্বত্ত্ব-সংরক্ষিত অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ এবং ম্যাক ওএস হতে লিনাক্স বিভিন্নভাবে আলাদা লিনাক্সের অন্তর্নিহিত সোর্স কোড যে কেউ বাধাহীনভাবে ব্যবহার করতে পারেন, এর উন্নতিসাধন করতে পারেন, এমনকি পুনর্বিতরণও করতে পারেন
অতি সঠিকভাবে লিনাক্স বলতে শুধু লিনাক্স কার্নেলকেই বোঝায়। তবে যে-সব ইউনিক্স-সদৃশ অপারেটিং সিস্টেম লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে এবং মূলত গ্নু (ও অন্যান্য) প্রকল্পের কোড সংগ্রহ (লাইব্রেরি) ও হাতিয়ার (টুলস) ওই কার্নেলের সাথে যুক্ত করে বানানো হয়েছে, সাধারণভাবে সে-সব অপারেটিং সিস্টেমকে লিনাক্স হিসেবে বর্ণনা করা হয়।
আরও ব্যাপক অর্থে একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন বলতে লিনাক্স অপারেটিং সিস্টেম ও এর সাথে সরবরাহকৃত বিপুল পরিমাণের এপ্লিকেশন সফটওয়্যার-এর সমষ্টিকে বোঝায় লিনাক্স ডিস্ট্রিবিউশনগুলো সহজেই কম্পিউটারে সংস্থাপন (ইন্সটল) ও হালনাগাদ (আপডেট) করা যায়।
কিছু ডেস্কটপ কম্পিউটার|ডেস্কটপ পরিবেশ যেমন নোম এবং এলএক্সডিই সাধারণত কেবল লিনাক্সের সাথে জড়িত বলে ধারণা করা হলেও এগুলো অন্যান্য অপারেটিং সিস্টেমেও (যেমন ফ্রিবিএসডি-তে) ব্যবহৃত হয়
প্রাথমিকভাবে কেবল কিছু উৎসাহী ব্যক্তিই মূলত লিনাক্স ব্যবহার ও এর উন্নতিসাধন করতেন এখন বড় বড় কর্পোরেশন যেমন ডেল, আইবিএম, সান মাইক্রোসিস্টেম্স, হিউলেট-প্যাকার্ড, নভেল, ইত্যাদি সার্ভার (কম্পিউটিং)|সার্ভারে ব্যবহারের জন্যে লিনাক্সকে বেছে নিয়েছে ডেস্কটপ বাজারেও লিনাক্সের চাহিদা ও জনপ্রিয়তা বাড়ছে লিনাক্স বিশেষজ্ঞ ও লিনাক্স সমর্থকদের মতে লিনাক্সের এই উত্থানের পেছনে কারণ লিনাক্স সস্তা, নিরাপদ, নির্ভরযোগ্য এবং এটি কোনো নির্দিষ্ট বিক্রেতার কাছ থেকে কিনতে হয় না, অর্থাৎ এটি বিক্রেতা-অধীন নয় ।
লিনাক্স প্রাথমিকভাবে ইন্টেল ৩৮৬ মাইক্রোপ্রসেসর-এর জন্য তৈরি করা হলেও এখন এটি বর্তমানের সব জনপ্রিয় (এমনকি অনেক পুরনো ও বিরল) কম্পিউটার আর্কিটেকচার-এর অধীনে কাজ করে গ্রথিত ব্যবস্থা (এম্বেডেড সিস্টেম), যেমন মোবাইল ফোন, ব্যক্তিগত ভিডিও রেকর্ডার, ইত্যাদি থেকে শুরু করে ব্যক্তিগত ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার, এমনকি সুপারকম্পিউটার - সব পরিবেশেই এখন লিনাক্স ব্যবহৃত হয় ।
এই বিষয়ে আজ আর লিখলাম না। আগামি পর্বের অপেক্ষায় থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

No comments

Powered by Blogger.